« Prev

102. Surah At-Takâthur سورة التكاثر

Next »




First Ayah   1   الأية الأولي
بِسْم ِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
Bangla
 
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,

Ayah   102:2   الأية
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
Bangla
 
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।

Ayah   102:3   الأية
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
Bangla
 
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

Ayah   102:4   الأية
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
Bangla
 
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

Ayah   102:5   الأية
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
Bangla
 
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।

Ayah   102:6   الأية
لَتَرَوُنَّ الْجَحِيمَ
Bangla
 
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

Ayah   102:7   الأية
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
Bangla
 
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,

Ayah   102:8   الأية
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
Bangla
 
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।





© EsinIslam.Com Designed & produced by The Awqaf London. Please pray for us