« Prev

78. Surah An-Naba' سورة النبأ

Next »




Ayah  78:1  الأية
    +/- -/+  
بِسْم ِ اللهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
عَمَّ يَتَسَاءَلُونَ
Bangla
 
তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

Ayah  78:2  الأية
    +/- -/+  

Ayah  78:3  الأية
    +/- -/+  
الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
Bangla
 
যে সম্পর্কে তারা মতানৈক্য করে।

Ayah  78:4  الأية
    +/- -/+  
كَلَّا سَيَعْلَمُونَ
Bangla
 
না, সত্ত্বরই তারা জানতে পারবে,

Ayah  78:5  الأية
    +/- -/+  
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
Bangla
 
অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।

Ayah  78:6  الأية
    +/- -/+  
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا
Bangla
 
আমি কি করিনি ভূমিকে বিছানা

Ayah  78:7  الأية
    +/- -/+  

Ayah  78:8  الأية
    +/- -/+  
وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
Bangla
 
আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,

Ayah  78:9  الأية
    +/- -/+  
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
Bangla
 
তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,

Ayah  78:10  الأية
    +/- -/+  
وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
Bangla
 
রাত্রিকে করেছি আবরণ।

Ayah  78:11  الأية
    +/- -/+  
وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
Bangla
 
দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,

Ayah  78:12  الأية
    +/- -/+  
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
Bangla
 
নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।

Ayah  78:13  الأية
    +/- -/+  
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
Bangla
 
এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।

Ayah  78:14  الأية
    +/- -/+  
وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا
Bangla
 
আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,

Ayah  78:15  الأية
    +/- -/+  
لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا
Bangla
 
যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।

Ayah  78:16  الأية
    +/- -/+  

Ayah  78:17  الأية
    +/- -/+  
إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
Bangla
 
নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।

Ayah  78:18  الأية
    +/- -/+  
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
Bangla
 
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।

Ayah  78:19  الأية
    +/- -/+  
وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
Bangla
 
আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।

Ayah  78:20  الأية
    +/- -/+  
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
Bangla
 
এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।

Ayah  78:21  الأية
    +/- -/+  
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
Bangla
 
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,

Ayah  78:22  الأية
    +/- -/+  
لِّلطَّاغِينَ مَآبًا
Bangla
 
সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।

Ayah  78:23  الأية
    +/- -/+  
لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
Bangla
 
তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।

Ayah  78:24  الأية
    +/- -/+  
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
Bangla
 
তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;

Ayah  78:25  الأية
    +/- -/+  
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
Bangla
 
কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।

Ayah  78:26  الأية
    +/- -/+  

Ayah  78:27  الأية
    +/- -/+  
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
Bangla
 
নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।

Ayah  78:28  الأية
    +/- -/+  
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
Bangla
 
এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।

Ayah  78:29  الأية
    +/- -/+  
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
Bangla
 
আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।

Ayah  78:30  الأية
    +/- -/+  
فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
Bangla
 
অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।

Ayah  78:31  الأية
    +/- -/+  
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
Bangla
 
পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।


Ayah  78:33  الأية
    +/- -/+  
وَكَوَاعِبَ أَتْرَابًا
Bangla
 
সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।

Ayah  78:34  الأية
    +/- -/+  

Ayah  78:35  الأية
    +/- -/+  
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
Bangla
 
তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।

Ayah  78:36  الأية
    +/- -/+  
جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا
Bangla
 
এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,

Ayah  78:37  الأية
    +/- -/+  
رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
Bangla
 
যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।

Ayah  78:38  الأية
    +/- -/+  
يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا
Bangla
 
যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।

Ayah  78:39  الأية
    +/- -/+  
ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا
Bangla
 
এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।

Ayah  78:40  الأية
    +/- -/+  
إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
Bangla
 
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।





© EsinIslam.Com Designed & produced by The Awqaf London. Please pray for us