Prev  

1. Surah Al-Fâtihah سورة الفاتحة

  Next  



Ayah  1:1  الأية
   
بِسْمِ اللهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Bangla
 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

Ayah  1:2  الأية
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
Bangla
 
যাবতীয পরশংসা আললাহ তা’আলার যিনি সকল সষটি জগতের পালনকরতা।

Ayah  1:3  الأية
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Bangla
 
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

Ayah  1:4  الأية
مَالِكِ يَوْمِ الدِّينِ
Bangla
 
যিনি বিচার দিনের মালিক।

Ayah  1:5  الأية
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
Bangla
 
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

Ayah  1:6  الأية
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
Bangla
 
আমাদেরকে সরল পথ দেখাও,

Ayah  1:7  الأية
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
Bangla
 
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
 
Open بادئة  

 

End خاتمة

       
 







© EsinIslam.Com Designed & produced by The Awqaf London. Please pray for us