Esin Hadith ID 64637" style="display:yes" class="lity-show" style="width: 100%; background: rgba(255,255,255,0.9);border-radius:8px;-moz-border-radius:8px;-webkit-border-radius:8px;">
|
64689" style="display:yes" class="lity-show" style="width: 100%; background: rgba(255,255,255,0.9);border-radius:8px;-moz-border-radius:8px;-webkit-border-radius:8px;">
থিম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিচারে ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়কে অভিশাপ দিয়েছেন। থিম: عن أبي هريرة -رضي الله عنه- قال: لَعَن رسول الله -صلى الله عليه وسلم- الرَّاشِي والمُرْتَشِي في الحُكْم>. থিম: আবূ হুরায়রা রাদিয়াল্লাহ 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিচারে ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়কে অভিশাপ দিয়েছেন।" থিম: لما كانت حقيقة الرشوة بذل المال ليتوصل به إلى باطل, دعا رسول الله -صلى الله عليه وسلم- بالطرد والإبعاد من رحمة الله على معطيها وآخذها؛ لما فيها من أضرار جسيمة على الفرد والمجتمع, والرشوة محرمة مطلقًا, وجاء تخصيصها بالحكم في الحديث؛ لأن الرشوة لأجل الحكم أعظم لما في ذلك من تبديل حكم الشرع, بأن يعطى القاضي ما يكون له أثر في تغيير الحكم أو تخفيفه واعتباره في صالح الراشي. Esin Hadith Text Arabic
যেহেতু
ঘুষের
বাস্তবতা
হলো
কোন
খারাব
উদ্দেশ্যে
পৌছার
লক্ষে
মাল
ব্যয়
করা,
তাই
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম
যে
দেয়
এবং
যে
নেয়
উভয়ের
জন্য
আল্লাহর
রহমত
থেকে
বিতাড়ন
ও
দূরে
রাখার
জন্য
বদ
দো `আ
করেন।
কারণ,
এতে
রয়েছে
ব্যক্তি
ও
সমাজের
জন্য
অসংখ্য
বড়
বড়
ক্ষতি।
ঘুষ
সর্বাবস্থায়
হারাম।
হাদীসটিতে
বিচার
ফায়সালার
কথা
উল্লেখ
করার
কারণ
হলো,
বিচারের
ক্ষেত্রে
ঘুষ
অধিক
মারাত্মক।
কারণ,
এতে
নিহিত
রয়েছে
শরী `আতের
বিধান
পরিবর্তন।
যেমন,
সে
বিচারককে
দেয়
যাতে
হুকুম
পরিবর্তনে
তা
প্রভাব
বিস্তার
করে
অথবা
বিচার
হালকা
করাতে
অবদান
রাখে
এবং
ঘুষ
দাতার
কল্যাণে
তা
গণনা
করা
হয়ে
থাকে।
Esin Hadith Language bn Esin Hadith URL Linksতথ্যসূত্র: হাদিস বিশ্বকোষ @ 64689 |